সত্যি হতে পারে মহাকাশে ওড়ার সপ্ন
আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ নিয়ে সাধারন মানুষের জলপনা কল্পনার শেষ নেই। জীবনে যদি একবার হলেও মহাকাশে ওড়া যেত, এই চিন্তা করে অনেক মানুষই আফেসোস করে থাকেন। কিন্তু এবার আফসোসের দিন শেষ। কারন এবার চাইলেই দেখতে পারেন মহাকাশে ওড়ার স্বপ্ন? সধারন মানুষের নাসার মহাকাশচারী হওয়া এখন আর অবাস্তব স্বপ্ন নয়। এবার সত্যি পূরন হতে পারে সেই ইচ্ছে। মহাকাশচারীর জন্য আবেদনপত্র ছাড়া হবে বলে ঘোষনা করল নাসা। চলতি বছরের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ফেব্রুয়রি পর্যন্ত জমা নেওয়া হবে এই আবেদন।
চলতি বছরের শুরুতেই নাসা জানিয়েছিল যে ২০৩৯ -এর মধ্যে মঙ্গলে মানুষ নামাতে চায় তারা। তবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অভিযানের জন্য আরও বেশ কয়েকজনকে মহাকাশচারীকে পাঠাতে চায় তারা। এখনও পর্যন্ত ৩০০ জনকে নির্বাচিত করা হয়েছে। ৪৭ জন অ্যাস্ট্রোনট অ্যাকটিভ রয়েছেন বর্তমানে। মহাকাশের গভীরে যাওয়ার জন্য আরও মহাকাশচারীর প্রয়োজন বলে মনে করছে নাসা। নির্বাচিত হলে ২০১৭ তে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
নাসায় মহাকাশচারী হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকা প্রয়োজন:
১. ইঞ্জিনিয়ারিং, বায়ো সায়েন্স, পদার্থবিদ্যা কিংবা অঙ্কে স্নাতক হওয়া বাধ্যতামূলক।
২. একটা অতিরিক্তি ডিগ্রি থাকা প্রয়োজন।
৩. এই ধরনের কোনও কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
৪. কোনও জেট এয়ারক্রাফটের পাইলট-ইন-কমান্ড হিসেবে অন্তত ১০০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা থাকা দরকার।
১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ