‘মার্কিনি আটি সংস্থাই আইএস- এর রক্ষাকর্তা’
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন আটি সংস্থা আইএসআইএস জঙ্গি সংগঠনকে বিভিন্ন উপায়ে সাহায্য করছে বলে অভিযোগ করেছে হ্যাকারদের আন্তর্জাতিক সংস্থা অ্যাননিমাস। এই অ্যাননিমাস আইএস-র একের পর এক ওয়েবসাইট এবং এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েক হাজার টুইটার এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট এক কথায় মেরে ফেলছিল। গত কাল এই হ্যাক্টিভিস্ট গ্রুপের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে ক্লাউড ফেয়ার নামে সিলিকন ভ্যালির একটি সংস্থা বহু দিন ধরে আইএসকে সাহায্য করছে ।
ক্লাউড ফেয়ার সাধারণত গ্রাহকদের অনলাইন এবং অফলাইনে ইন্টারনেট সংক্রান্ত সমস্যা এবং হ্যাকিং রুখতে পরিষেবা দিয়ে থাকে। যদি কখনও কোনও সাইটে অত্যাধিক ট্রাফিকের জন্য কাজ না করা যায়, সে ক্ষেত্রে তারা নিজেদের নেটওয়ার্ক থেকে সেই গ্রাহকের কানেকশনটি রাউট করিয়ে দেয়। এ ক্ষেত্রে তারা নাকি আইএসের বিভিন্ন সাইটকে হ্যাকিং এবং 'ডিনায়াল অফ সার্ভিস'-এর হাত থেকে বাঁচাচ্ছে। এমনটাই অভিযোগ করছে অ্যাননিমাস। টুইটে সংগঠনের সদস্যরা লিখেছে, 'আমরা দাবি করছি যাতে ক্লাউড ফেয়ার তাদের প্রটোকশন আইএসের মদতকারী সাইটগুলো থেকে সরিয়ে নেয়। যদি না নেয়, তবে আমরাই সেটা সরিয়ে দেব।'
সম্প্রতি একটি রিপোর্টে ক্লাউড ফেয়ারকে অভিযুক্ত করা হয়েছে যে, সংস্থাটি ৪০টি এমন সাইটকে ইন্টারনেটে সুরক্ষা দিচ্ছে যেগুলি সম্পূর্ণ সন্ত্রাসবাদ সংক্রান্ত নানা জিনিস পোস্ট করছে। এর মধ্যে ৩৭টি তো পুরোপুরি সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। যদিও সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ম্যাথিউ প্রিন্স বলেন, 'এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো বলব এটা কিছু বাচ্চা ছেলেদের গবেষনা। এটাকে আমি বিশেষ পাত্তা দিতে রাজি নই।' এছাড়া তিনি জানান, যদি কোনও আইনি প্রয়োজন হয় তবে তিনি সব রকম সাহায্য করবেন। তবে এ রকম অভিযোগ তাদের বিরুদ্ধে এই প্রথম নয়। এর আগেও ২০১৩ সালে আল-কায়দার বেশ কয়েকটি সাইটকে হ্যাকিংয়ের হাত থেকে প্রোটেকশন দেওয়ার অভিযোগ উঠেছিল ক্লাউড ফেয়ারের বিরুদ্ধে।
১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ