মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪১:৫১

রাশিয়াকে তুরস্কের চ্যালেঞ্জ

রাশিয়াকে তুরস্কের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে তুরস্ককে তেল কেনার অভিযোগ করেছে রাশিয়া। তবে এই ব্যাপারে তুরস্কের কাছ থেকে সাথে সাথে কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এবার এই বিষয়ে মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি এই বিষয়টি প্রমাণের জন্য রাশিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, রাশিয়া যদি এই বিষয়টি প্রমাণ করতে পারে তাহলে আমি পদত্যাগ করবো। আর যদি এই বিষয়টি রাশিয়া প্রমান করতে না পারে তাহলে পুতিনকেও পদত্যাগ করতে হবে। বিবিসির এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। তুরস্কের গুলিতে যুদ্ধ বিমান ধ্বংসের পর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রমাগত বলছেন, তেল চোরাচালানের রুট নিরাপদ রাখতেই আঙ্কারা রুশ বিমানে গুলি চালায়। কয়েকদিন অপেক্ষার পর সোমবার রাতে ক্রোধে ফেটে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার কাছে কোনো প্রমাণ থাকলে তা দেখান ... আমরা অপেক্ষা করছি।’ প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আইএসের কাছ থেকে তুরস্কের তেল কেনার প্রমাণ দিতে পারলে, তিনি পদত্যাগ করবেন। একইসাথে তিনি বলেন, প্রমাণ করতে ব্যার্থ হলে প্রেসিডেন্ট পুতিনেরও পদত্যাগ করা উচিৎ। রাশিয়া তুরস্কের দ্বিতীয় শীর্ষ বাণিজ্যিক সহযোগী দেশ। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ হু হু করে বেড়েছে। কিন্তু গত সপ্তাহে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর, দু-দেশের সম্পর্ক চরম সঙ্কটে পড়েছে। ক্রদ্ধ রাশিয়া তুরস্কের ওপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগুলু বলছেন, রাশিয়া এখন সিরিয়ার সঙ্কটকে রুশ-তুরস্ক সঙ্কটে রূপ দেওয়ার চেষ্টা করছে। প্যারিসে তুরস্কের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা নিজেদের বিরোধ মিটিয়ে ‘অভিন্ন শত্রুর’ দিকে নজর দেওয়ার জন্য রাশিয়া এবং তুরস্কের প্রতি আহ্বান জানান। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে