পৃথিবীর বাইরেও কোনও এক আকাশের রং নীল !
আন্তর্জাতিক ডেস্ক : এ দুনিয়ার বাইরেও রয়েছে নীলের ছোঁয়া। আরও স্পষ্ট করে বললে রয়েছে নীল আকাশের অস্তিত্ব। তবে পৃথিবীর পরিচিত সৌরমণ্ডলে নয়। তার থেকেও বহু দূরে অন্য এক নক্ষত্রমণ্ডলীর মধ্যে এক বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে একটি গ্রহ। সেই আবর্তনের সময় গ্রহটির “সূর্য”-এর নক্ষত্রের আলোয় আলোকিত বামন গ্রহে নীল আকাশের দেখা মিলেছে। বিক্ষিপ্ত আলোতে উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে নীলের আভা। আর এর থেকেই শিকাগো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে ওই গ্রহের বায়ুমণ্ডলের রং নীল। ঠিক যেমনটা পৃথিবীর। গ্রহটির নাম দেওয়া হয়েছে GJ3470b। পৃথিবী থেকে সেটি ১০০ আলোকবর্ষ দূরে।
আকাশের রং নীল। বায়ুর উপস্থিতির সম্ভাবনা তাহলে জোরালো। তাহলে নিশ্চয়ই প্রাণ থাকার সম্ভাবনাও জোরালো সেখানে ? বিজ্ঞানীরা অবশ্য প্রাণ থাকার বিষয়ে এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হচ্ছেন না।
“Rayleigh scattering” নামক পদ্ধতিতে এই নীল বায়ুমণ্ডলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের প্রাথমিক ধারণা, GJ 3470b-এর বায়ুমণ্ডল অত্যন্ত ঘন হওয়ায় এবং হাইড্রোজ়েনের উপস্থিতি থাকায়, তাতে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহটির আয়তন প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন, অনেকটা নেপচুনের মতোই দেখতে গ্রহটি পৃথিবীর থেকে প্রায় ৪ গুণ বড়। তবে যে বামন নক্ষত্রকে কেন্দ্র করে সেটি ঘুরছে তা থেকে গ্রহটির দূরত্ব এতটাই কম যে, এর সর্বোচ্চ তাপমাত্রা ৩,৩০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। যা গ্রহে প্রাণের অস্তিত্বের পক্ষে কোনওমতেই অনুকূল নয়। তাই গ্রহটির আকাশের রং নীল হলেও, সে নীলে চোখ রেখে কারোর নীলিমায় ভেসে যাওয়ার সম্ভাবনাও আপাতত নেই।
৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ