বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৯:৩৫

চুক্তি লঙ্ঘন করেছে আমেরিকা : রাশিয়া

চুক্তি লঙ্ঘন করেছে আমেরিকা : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা মধ্যম পাল্লার ত্রুুজ ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করার চুক্তি আইএনএফ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো বলেছে, পূর্ব ইউরোপে মার্ক ৪১ ভার্টিক্যাল লাঞ্চিং সিস্টেম বা খাড়াখাড়ি উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে আইএনএফ লঙ্ঘন করেছে ওয়াশিংটন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে। ভূমি ভিত্তিক মার্ক ৪১ উৎক্ষেপণ ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণান্ত্র হিসেবে গণ্য করার যথেষ্ট যুক্তি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, মার্ক ৪১ মোতায়েনের মাধ্যমে আমেরিকা সরাসরি আইএনএফ লঙ্ঘন করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনান্ড রিগ্যান এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ ১৯৮৭ সালে আইএনএফ সই করেছিলেন। ওই চুক্তিতে বলা হয়েছে, দেশ দুইটির কেউই পরমাণু বা প্রচলিত অস্ত্রবাহী ভূমি ভিত্তিক মধ্যম পাল্লার ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন, সংরক্ষণ বা পরীক্ষা চালাতে পারবে না। এতে ৫০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পাল্লাকে মধ্যম পাল্লা হিসেবে ধরা হয়েছে। প্রথমে রণতরী থেকে ছোঁড়ার উপযোগী করে তৈরি হয়েছিল মার্ক ৪১। এর মাধ্যমে শত্রু লক্ষ্যবস্তুর ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব। সম্প্রতি কয়েকটি এম ৪১ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রোমানিয়ায় মোতায়েন করেছে আমেরিকা। এ ছাড়া, এ ব্যবস্থা পোল্যান্ডেও মোতায়েন করবে মার্কিন সেনাবাহিনী। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে