বুধবার, ২২ আগস্ট, ২০১৮, ০৩:২১:২৭

ছাত্রী ধর্ষণকারী শিক্ষককে নগ্ন করে রাস্তায় ঘোরাল উত্তেজিত জনতা

ছাত্রী ধর্ষণকারী শিক্ষককে নগ্ন করে রাস্তায় ঘোরাল  উত্তেজিত জনতা

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্রীকে নিয়মিত ধর্ষণ ও তাকে গর্ভবতী করে ফেলার অভিযোগে এক শিক্ষককে নগ্ন করে রাস্তায় ঘোরাল উত্তেজিত জনতা। তাকে বেধড়ক পিটুনিও করা হলো। ভারতের হায়দরাবাদে ঘটেছে এই ঘটনা।

পশ্চিম গোদাবরী জেলার ইলুরু শহরে ব্যস্ত রাস্তায় ৪০ বছরের ওই ইংরেজি শিক্ষককে নগ্ন করে ঘোরানোর ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন পথচলতি মানুষজন। অভিযোগ, গত ২ বছর ধরে এক ছাত্রীকে নিয়মিত ধর্ষণ করে চলেছেন রামবাবু নামে ওই শিক্ষক। এখন সেই ছাত্রীর বয়স ১৮। কিছুদিন আগে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে ওই শিক্ষক গর্ভপাতের ওষুধ দেয়। মেয়েটির প্রবল রক্তপাত শুরু হলে বিষয়টি পরিবারের নজরে আসে।

ছাত্রীর কাছে থেকে সব শুনে অভিযুক্ত শিক্ষককে বেধড়ক পেটায় মেয়েটির পরিবার ও স্থানীয়রা। রামবাবুকে নগ্ন করে প্রকাশ্য রাস্তা দিয়ে হাঁটিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। থানা থেকে অভিযুক্তকে একটি শার্ট ও একটি তোয়ালে দেওয়া হয়। পুলিশ রামবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে।
সূত্র : এনডিটিভি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে