বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫২:২০

আইএস ধ্বংসে ব্রিটেনের কোটি টাকার স্মার্ট বোমা

আইএস ধ্বংসে ব্রিটেনের কোটি টাকার স্মার্ট বোমা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএসের ওপর ব্রিটিশ বিমান থেকে হামলার সময় যে সকল ‘স্মার্ট বোমা’ ব্যবহার করার কথা, তার একেকটির দামই প্রায় এক লক্ষ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় এক কোটি টাকারও বেশি। গতরাতে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাইপ্রাস থেকে ব্রিটেনের জঙ্গী বিমান সিরিয়ায় গিয়ে হামলা চালাতে শুরু করে। বিবিসির এক প্রতিবেদনে এখবর দিয়েছে। গতকাল পর্যন্ত ব্রিটেনে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল, সিরিয়ায় বিমান হামলা চালানো উচিত কি হবে নাকি উচিত হবে না। কিন্তু পার্লামেন্টে ভোটাভুটিতে সেই প্রশ্নের মীমাংসা হওয়ার পর এখন তর্ক চলছে, ব্রিটেনের এই বিমান হামলায় আসলে কতটা ফল হবে। ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর টর্ণেডো জেট থেকে দু ধরণের ‘স্মার্ট বোমা’ ফেলা হবে ইসলামিক স্টেট জঙ্গীদের টার্গেট করে। এর একটি হচ্ছে ‘পেভওয়ে ফোর বোমা’। ব্রিটিশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক বোমাগুলোর একটি বলে বর্ণনা করা হচ্ছে এটিকে। মূলত কোন স্থির টার্গেটকে লক্ষ্য করে এই বোমা ফেলা হয়। বলা হচ্ছে টার্গেটকে আঘাত করার ক্ষেত্রে এটি প্রায় একশভাগ সফল। তবে টর্ণেডো জেটের যে বোমা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি ‘ব্রিমস্টোন ক্ষেপনাস্ত্র’। এটি রেডার গাইডেড অস্ত্র। মূলত চলমান কোন টার্গেটের ওপর এই ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়। নিজে থেকেই এটি তখন চলমান টার্গেটের পেছনে ধাওয়া করে। মূলত শত্রুপক্ষের চলমান গাড়ীকে আঘাত করার ক্ষেত্রে এই অস্ত্র সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয়। ব্রিমস্টোন ক্ষেপনাস্ত্র ছোঁড়ার পর সেটি নিয়ে নাকি আর ভাবতে হয় না, তাই সৈনিকদের কাছে এর নাম ‘ফায়ার এন্ড ফরগেট’ মিসাইল। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের হিসেব অনুসারে, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইরাকে তারা এরকম ৯৩টি বোমা ব্যবহার করেছে। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে