বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৯:২৯

টয়লেট ভেবে উড়োজাহাজের দরজা খুলছিলেন যাত্রী, যা ঘটলো

টয়লেট ভেবে উড়োজাহাজের দরজা খুলছিলেন যাত্রী, যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো উড়োজাহাজে ভ্রমণ করছিলেন এক যাত্রী। উড়োজাহাজ যখন মধ্য আকাশে খুব চাপের মুখে টয়লেটে যাওয়ার তাড়া অনুভব করেন তিনি। তখন টয়লেট ভেবে উড়োজাহাজের মূল দরজা খোলার চেষ্টা করছিলেন তিনি। এর ফলে অন্য যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের দিল্লি-পাটনা আকাশপথে গত শনিবার ‘গো-এয়ার’ এয়ারলাইন্সে এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকজন যাত্রী লক্ষ্য করেন, ওই যাত্রী নিজ আসন থেকে উঠে উড়োজাহাজের পেছন দিকে গিয়ে বহির্গমন দরজাটি খোলার চেষ্টা করছেন। যাত্রীরা ভয় পেয়ে চিৎকার করে তাকে আটকানোর চেষ্টা করেন। কেবিনের কর্মীরা তার দিকে ছুটে যান। পরে সারা পথে তাকে নজরদারিতে রাখা হয়।

উড়োজাহাজটি পাটনা বিমানবন্দরে অবতরণের পর কর্মীরা ওই যুবককে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করেন। তাৎক্ষণিকভাবে তাকে বিমানবন্দর পুলিশ হেফাজতে নেয়।

বিমানবন্দর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বলেন, আমরা পুরো বিষয়টি তদন্ত করেছি।

এসএইচও জানান, ওই যুবক পাটনার কংকরবাগ এলাকার অধিবাসী। তিনি রাজস্থানের আজমিরে একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে