বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৩:৫৭

পরকীয়া অপরাধ নয়, ভারতীয় সুপ্রিম কোর্টের রায়

পরকীয়া অপরাধ নয়, ভারতীয় সুপ্রিম কোর্টের রায়

আন্তর্জাতিক ডেস্ক : পরকীয়া ‘অপরাধ নয়’ এমন রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট।

এনডিটিভি, আনন্দবাজারের খবরে জানা যায়, প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে আইনটি বাতিলের রায় ঘোষণা করেন।

রায়ে ভারতের সর্বোচ্চ আদালত বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ ব্যভিচার আইন ইতোমধ্যে বাতিল করে দিয়েছে। পরকীয়া বা ব্যভিচারকে অপরাধ বিবেচনা করা হলে তা হবে উল্টো পথে হাঁটা এবং অসুখি মানুষকে শাস্তি দেওয়ার সমতুল্য।

ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারার এ আইনে বলা ছিল, কোনো ব্যক্তি কোনো বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে এবং তাতে ওই নারীর স্বামীর অনুমতি না থাকলে বিষয়টিকে ধর্ষণ বিবেচনা করে ব্যভিচারে লিপ্ত পুরুষের পাঁচ বছর পর্যন্ত জেল, জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।

বিবাহিত নারীকে ‘অপরাধের শিকার’ বিবেচনা করে ওই আইনে সম্পর্ক স্থাপনকারী পুরুষকেই দোষী হিসেবে গণ্য করার বিধান ছিল।

ভারতসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে ফৌজদারি আইন হিসেবে ১৮৬০ সালে ব্রিটিশ সরকারের তৈরি করা দণ্ডবিধিই প্রয়োজনমত বদলে নিয়ে চালু রাখা হয়েছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে