৭.১ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : ভারত মাহসাগরের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। সমুদ্রের গর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে এই কম্পনের উৎস স্থল বলে জানা যায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.১। গতকাল শুক্রবার আন্তর্জাতিক সময় রাত ১০টা ২৪ মিনিটে দিকে (বাংলাদেশ সময় শনিবার ভোর চারটা ৩০ মিনিটে) ভূমিকম্পটি উত্তর-পূর্ব হেরাল্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপে আঘাত হানে। জিনিউজের এক প্রতিবেদনে এখবর জানা যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, অস্ট্রেলিয়ার নগরী পার্থ হেরাল্ড দ্বীপ থেকে ম্যাকডোনাল্ড দ্বীপের দূরত্ব প্রায় ৩ হাজার ১০০ কিলোমিটার (১৯৫০মাইল) দক্ষিণ পশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ১ হাজার কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিকদের মতে এখনও পর্যন্ত কোনও রকম প্রাকৃতিক বিপর্যয়, ভায়াবহ সুনামির মত কোনও আশঙ্কা নেই। এই একই মত অস্ট্রেলিয়ার ভূতাত্ত্বিকদের। তাদের মতে এখনই অস্ট্রেলিয়াতে সুনামি হওয়ার মত পরিস্থিতি হয়নি।
৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�