সোমবার, ০১ অক্টোবর, ২০১৮, ১০:৫৬:২৪

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভাই অটো চালান, আরেক ভাই মুদি দোকানে বসেন’

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভাই অটো চালান, আরেক ভাই মুদি দোকানে বসেন’

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কে থাকাটা স্বভাব বানিয়ে ফেলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এর আগেও একাধিকবার এমন কিছু বক্তব্য রেখেছেন, যা তাঁকে নিয়ে এসেছে প্রচারের ও বিতর্কের আলোয়৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ এবার তিনি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে৷

এক জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইয়ের অটো রিকশ রয়েছে৷ তিনি সেই অটো চালান৷ আরেক ভাইয়ের রয়েছে মুদিখানা৷ তবে এখানেই শেষ নয়৷ তিনি বলেন প্রধানমন্ত্রীর মা থাকেন ১০ বাই ১২-এর একটি ছোট্ট ঘরে৷ বিশ্বের কোনও দেশের প্রধানমন্ত্রীর এত সাধারণ জীবন নয়৷

সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা রাজ্য বিজেপি৷ পরাক্রম পর্ব নামের সেই অনুষ্ঠানেই এই বক্তব্য রাখেন বিপ্লব দেব৷ গোটা দেশ জুড়েই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পালিত হচ্ছে এই পরাক্রম পর্ব অনুষ্ঠান৷

অনুষ্ঠানে বিপ্লব দেব বলেন প্রধানমন্ত্রীর মা অত্যন্ত বৃদ্ধ৷ তাও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না৷ প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী৷ তখনও অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন তিনি বলে মন্তব্য করেন বিপ্লব দেব৷

প্রধানমন্ত্রীর ভাই বোন রয়েছে৷ তাঁরাও যথেষ্ট সাধারণ জীবন যাপন করেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ বিপ্লব বলেন প্রধানমন্ত্রীর ভাই এখনও অটো চালান, আরেক ভাই মুদি দোকান চালান৷ কষ্টে জীবন চালান তাঁরা৷

অগাস্ট মাসেই মজার মন্তব্য করে খবরের শিরোনামে আসেন এই মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন পঞ্চাশ বছর পূর্তি মানে ‘সিলভার জুবিলি’৷ এছাড়াও তাঁর বক্তব্য মহাভারতের সময় ইন্টারনেট ছিল৷ গৌতম বুদ্ধ হেঁটে গিয়েছেন চিনে, জাপানে৷ আগরতলায় নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন কাপ্তান সিং শোলাঙ্কি৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ পরে অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানেই হিন্দিতে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন- আমাদের জন্য খুশির খবর৷ ২০০২ সালে ত্রিপুরার পূর্ণ রাজ্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি হবে৷ এর মানে সিলভার জুবিলি৷

বিপ্লব বাবুর মন্তব্যের পরেই চমকে যান সাংবাদিকরা৷ এর পরেই শুরু হয় বিতর্ক৷ প্রশ্ন ওঠে, মুখ্যমন্ত্রী কি গোল্ডেন ও সিলভার জুবিলির মধ্যে হিসেব গুলিয়ে ফেলছেন ? হিসেব মতো ২৫ বছর পূর্তি হল রজত জয়ন্তী বা সিলভার জুবিলি৷ আর ৫০ বছর পূর্তি হল সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলি৷

বিপ্লব দেবের হাঁস মন্তব্যেও সমালোচনার ঝড় ওঠে৷ ত্রিপুরার রুদ্রসাগরে ঐতিহ্যবাহী একটি নৌকা প্রতিযোগিতায় গিয়ে হাঁস নিয়ে একটি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ তিনি ঘোষণা করেন যে মাছচাষ বাড়াতে তিনি মৎস্যজীবীদের ৫০ হাজার সাদা ক্ষুদে হাঁস উপহার দেবেন৷

তাঁর মতে শুধু জলে অক্সিজেন বাড়ানোই নয়, হাঁস নাকি যখন সাঁতার কাটে, তখন জল পরিশোধনও করে! তিনি আরও বলেন, হাঁসের জন্য মাছচাষে সুবিধা হয়৷ মাছের বংশবৃদ্ধিও নাকি তাতেই হয়৷ হাঁস যখন জলে সাঁতার কাটে, তখন জলের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে৷ বেশি অক্সিজেন পেয়ে মাছের সংখ্যাও বাড়ে!-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে