মঙ্গলবার, ০২ অক্টোবর, ২০১৮, ০২:০০:৫৫

হঠাৎ অন্ধকার সুড়ঙ্গে ট্রেন, অজ্ঞান যাত্রী!

হঠাৎ অন্ধকার সুড়ঙ্গে ট্রেন, অজ্ঞান যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: ট্রেনটি ভালোই চলছিল। হঠাৎ চারদিকে অন্ধকার। ভিড়ে ঠাসা ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভারতে দমদমগামী একটি মেট্রোরেল দাঁড়িয়ে পড়ে মহাত্মা গান্ধী রোড এবং গিরিশ পার্ক স্টেশনের মাঝে। সেখানে এ ঘটনা ঘটেছে।

সোমাবর সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দমদমগামী ওই মেট্রোতে এসপ্লানেড স্টেশন থেকে উঠেছিলেন শঙ্কর নিয়োগী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, রেকটি নন-এসি ছিল। মহাত্মা গান্ধী স্টেশন থেকে ট্রেন ছাড়ার কয়েক সেকেন্ড পরেই চারদিক অন্ধকার হয়ে যায়।

অপর যাত্রী সুলগ্না মুখোপাধ্যায় বলেন, আমাদের চারপাশে তখন অন্ধকার সুড়ঙ্গ। দরজা বন্ধ। এদিকে ভেতরে ঠাসা ভিড়। অন্ধকারের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই ভয় পেয়ে পরিচিতদের ফোন করতে শুরু করেন।

আরেক যাত্রী বলেন,নন-এসি কামরা বলে বাঁচা গেল। না হলে দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা হতো। আতঙ্কে হুড়োহুড়িতে অজ্ঞান হয়ে যান এক নারী যাত্রী।

প্রায় ৫ মিনিট অন্ধকারে থাকার পর তারা ঘোষণা শুনতে পান। যাত্রীদের বলা হয় ট্রেনের পেছন দিকে হেঁটে আসতে।

এ বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন,আমার কাছে এ রকম কোনো খবর নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে