বৃহস্পতিবার, ০৪ অক্টোবর, ২০১৮, ০১:১৫:৫৮

এক নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অন্য নারী, অতঃপর...!

এক নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অন্য নারী, অতঃপর...!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সমকামিতা আর অপরাধ নয়। কিছুদিন আগে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে এরই মাঝে ভারতের দিল্লিতে ২৫ বছরের এক নারী অন্য এক নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। তবে কোন পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি। 

জানা যায়, নিপীড়িত সেই নারী দিল্লিতে চাকরির সন্ধানে এসেছিলেন। অভিযোগকারী সেই নারীর দাবি, ২৯ বছরের এক নারী তাকে ধর্ষণ করেছেন। পরে মারপিটও করেছেন ৷ তার আরও অভিযোগ, দিল্লির সীমাপুরী থানার পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করেছে। 

পরে আদালতে তিনি এই অভিযোগ করেন৷ পরে গত ২৬ সেপ্টেম্বর সংবিধানের ১৬৪ ধারার অন্তর্গত আদালতে অভিযুক্তর বিরুদ্ধে মামলার সাক্ষ রেকর্ড করা হয়েছে ৷ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে