আন্তর্জাতিক ডেস্ক : মাস তিনেক আগে প্যারিসের ‘রু’ কারাগার থেকে ফিল্মিস্টাইলে হেলিকপ্টারে করে পালানো গ্যাংস্টার রেদোয়ান ফাইদকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার প্যারিসের উত্তরে ক্রেইল এলাকা থেকে ফ্রান্স পুলিশ তাকে গ্রেফতার করে। খবর বিবিসি।
টাকার গাড়ি লুটের চেষ্টার দায়ে আলজেরীয় বংশোদ্ভূত রেদোয়ান ফাইদ ও তার ভাইসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতির ঘটনার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।
টাকার গাড়ি লুটের চেষ্টার দায়ে ২৫ বছরের জেল হয় রেদোয়ান ফাইদের। পরে তার সহযোগীরা একটি হেলিকপ্টারে করে তাকে নিয়ে পালিয়ে যায়। সে সময় তিন সহযোগী ভারী অস্ত্র নিয়ে হেলিকপ্টার থেকে ‘রু’ কারাগারের ভেতরে নেমে কোনো রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়।
হেলিকপ্টারটি ছিল হাইজ্যাক করা। হেলিকপ্টারটির এক প্রশিক্ষককে আটকে রেখেছিল ছিনতাইকারীরা। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।
পরে অবশ্য ওই কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে পোড়া অবস্থায় হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ। তবে সেখানে সেই গ্যাংস্টারের সন্ধান পাওয়া যায়নি। কারণ তার আগেই সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যান ফাইদ আর তার সহযোগীরা।
তবে সেভাবে ফিল্মি স্টাইলে পালিয়েও শেষ রক্ষা হলো না রেদোয়ান ফাইদের। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই হলো তাকে।
পুলিশকে ধোঁকা দিয়ে দুই দফা জেল পালানো এই ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী নিজেই একসময় বলেছিলেন, তিনি গ্যাংস্টার সিনেমার ভক্ত। পুলিশকে ফাঁকি দেয়ার কায়দা সিনেমা দেখেই শিখেছেন। ইউরোপ-ওয়ানের খবরে বলা হয়, ফাইদকে জেল ভেঙে বের করে আনতে যে হেলিকপ্টারটি ব্যবহার করা হয়েছিল, এক প্রশিক্ষককে আটকে রেখে সেটি ছিনতাই করা হয়েছিল। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তি দেয় তারা।
৪৬ বছর বয়সী রেদোয়ান ফাইদের জেল পালানোর ঘটনা এটিই প্রথম নয়; ২০১৩ সালে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তরের পর আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে চার গার্ডকে জিম্মি করেন তিনি। এর পর পাঁচটি দরজা উড়িয়ে দিয়ে তিনি বেরিয়ে এলে গাড়ি নিয়ে অপেক্ষায় থাকা এক সহযোগী তাকে নিয়ে চম্পট দেয়।
জেল পালানোর ওই ঘটনায় ফাইদের নাম চলে আসে মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে। দেড় মাসের মাথায় এক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।