বৃহস্পতিবার, ০৪ অক্টোবর, ২০১৮, ০৮:১৩:১২

অবশ্যই ইরানি জনগণের কাছ থেকে যুক্তরাষ্ট্র আরেকটি চড় খাবে: খামেনি

অবশ্যই ইরানি জনগণের কাছ থেকে যুক্তরাষ্ট্র আরেকটি চড় খাবে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর বাকযুদ্ধ। তারই জের ধরে এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, নিষেধাজ্ঞা মোকাবেলা করে ইরানি জনগণ যুক্তরাষ্ট্রের গালে আরেকটি চড় মারবে। বৃহস্পতিবার রেভ্যুলুশনারি গার্ডের প্রধান কর্মকর্তা ও বাসিজ মিলিশিয়াদেরি একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এ সময় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও অর্থনৈতিক সংকটের কারণে ইরানের জনগণ স্পর্শকাতর একটি সময় পার করছে। তিনি আরও বলেন, ‘স্রষ্টার দয়ায় আমরা নিষেধাজ্ঞা মোকাবেলা করব এবং নিষেধাজ্ঞাকে মোকাবেলার মানে হচ্ছে আমেরিকাকে পরাজিত করা। নিষেধাজ্ঞা মোকাবেলা করার ফলে আমেরিকা অবশ্যই ইরানি জনগণের কাছ থেকে আরেকটি চড় খাবে।’

খামেনি বলেন, ‘দেশ, অঞ্চল ও বিশ্বের বিশেষ করে ইরানের জনগণের অবস্থা স্পর্শকাতর হয়ে পড়েছে। স্পর্শকাতর এই হিসেবে যে, একদিকে আমরা ক্ষমতাবান দাম্ভিক ও সাম্রাজ্যবাদী আমেরিকার রাজনীতিবিদদের চিৎকার শুনছি, আরেকদিকে দেশের অর্থনৈতিক সমস্যা এবং দুর্বল জনগণের একটি বৃহৎ অংশের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে