তুরস্কের সাথে আইএসের সম্পর্ক আছে : রেজায়ি
আন্তর্জাতিক ডেস্ক : উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সঙ্গে তুরস্কের তেল বাণিজ্য সম্পর্কে ইরানের কাছেও প্রমাণ রয়েছে। এ কথা বলেছেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদের সচিব মোহসেন রেজায়ি।
তিনি বলেছেন, “দায়েশের তেলের ট্রাকগুলো যেসব পথে তুরস্কে যায় তার সবকিছুর স্থির চিত্র ও ভিডিও ধারণ করেছেন সিরিয়ায় কর্মরত ইরানের উপদেষ্টারা। প্রয়োজন হলে এসব তথ্য-প্রমাণ প্রকাশ করা হতে পারে।”
এক প্রশ্নের জবাবে মোহসেন রেজায়ি বলেন, “তুরস্কের ভেতরে দায়েশের তেল বিক্রি হচ্ছে -এ বিষয়ে যদি তুর্কি কর্মকর্তারা না জানেন তাহলে ইরান তাদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে।”
গত কয়েকদিন ধরে দায়েশের সঙ্গে তুরস্কের অবৈধ তেল বাণিজ্য নিয়ে অভিযোগ জোরদার হয়েছে। এ বিষয়ে রাশিয়া সর্বপ্রথম বিস্তারিত তথ্য-প্রমাণ তুলে ধরেছে। তবে তুরস্ক এ অভিযোগ অস্বীকার করছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন। এরপর আরো একধাপ এগিয়ে তিনি পাল্টা অভিযোগ করেছেন- দায়েশের সঙ্গে রাশিয়ারই তেল বাণিজ্য রয়েছে।- রেডিও তেহরান
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ