কোহিনূর সংক্রান্ত আবেদন খারিজ করলো আদালত
আন্তর্জাতিক ডেস্ক : কোহিনূর নিয়ে টানাপড়েনে আপাতত ইতি টানল পাকিস্তানের লাহোর আদালত। সম্প্রতি পাকিস্তানের এক আইনজীবি আদালতের কাছে আবেদন জানায়, ব্রিটেন থেকে কোহিনূর পাকিস্তানে নিয়ে আসার জন্য। এমনকি, এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আদালত যাতে নির্দেশ দেয় সেই বিষয়ে আবেদন জানানো হয়। পিটিশনে জানানো হয়, কোহিনূর এখন বিশ্বের সবচেয়ে সেরা রত্নেরগুলোর মধ্যে অন্যতম। ১৯৪৮ সালে ব্রিটিশরা পঞ্চাব প্রদেশের শাসক মহারাজা রঞ্জিত সিংয়ের কনিষ্ঠ পুত্র দলীপ সিংয়ের কাছ থেকে ওই রত্ন ছিনিয়ে নিয়ে গিয়েছিল ব্রিটেনে। সেই রত্ন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। সেখানকার নাগরিকরাই এই রত্নের প্রকৃত মালিক। ১৯৫৩ সালে রানী এলিজাবেথের মুকুটের উপর বসানো হয়েছিল কোহিনূর। অথচ ১০৫ ক্যারেটের ওই অমূল্য রত্নের উপর রানীর কোনও আইনত এবং নীতিগত অধিকার নেই। এখন কোহিনূরের বাজার দর কয়েক শত কোটি টাকা। যদিও লাহোর আদালত ব্যারিস্টার জাভদ ইকবাল জাফরির এই আবেদন খারিজ করে দেয়। যে মূল্যবান রত্ন ফিরে পাওয়ার জন্য বহু বছর ধরে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও কোহিনূরের দখল পেতে পাকিস্তানের কোনও নাগরিকের উদ্যোগ এই প্রথম।
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ