রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৮:১৩

চাঁদে মানব বসতি গড়বে রাশিয়া

চাঁদে মানব বসতি গড়বে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : লড়াইটা বেশ জমে উঠেছে। একদিকে NASA, তো আরেকদিকে রসকসমস (Roscosmos)। বিশ্ব কূটনীতির ঠান্ডা লড়াই কি এবার পৃথিবীর গণ্ডি ছাড়়িয়ে মহাকাশে ? একদিকে NASA যখন টার্গেট করেছে ২০৩০-এর মধ্যে মঙ্গলে মানুষ পাঠাবে। তখন রাশিয়ার লক্ষ্য চাঁদে পাকাপাকিভাবে মনুষ্যবসতি গড়ে তোলা। আর সেই লক্ষ্যে ২০২৪-এ একটি লুনার প্রোব পাঠাচ্ছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা। যার প্রধান কাজই হবে চাঁদের মাটিতে মানুষের বসবাসযোগ্য জায়গাগুলো খুঁজে বের করা। আর তারপরের ধাপ ২০৩০-এ চাঁদে পাকাপাকিভাবে বসবাসের জন্য মানুষ পাঠানো। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে শুরু হয়ে গেছে লুনা ২৫ ল্যান্ডার তৈরির কাজ। শুরু হয়েছে ভারীবস্তু বহনে সক্ষম আংগারা-A5V রকেট তৈরির কাজও। ৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে