সোমবার, ০৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪:২৩

যাত্রী বোঝাই বাস চালালো বানর! অতঃপর...

যাত্রী বোঝাই বাস চালালো বানর! অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কণার্টক রাজ্যে সম্প্রতি ঘটেছে অদ্ভুদ এক ঘটনা।  সড়ক পরিবহন বাসের ঘটনা৷ যাত্রী বোঝাই বাস চালিয়েছে বানর।  স্টিয়ারিং হাতে বানরকে দেখে থতমত খেয়ে যান যাত্রীরা৷ চলন্ত বাসে গোটা ঘটনাটি ভিডিও করেছেন এক যাত্রী৷

ভিডিওতে দেখা যাচ্ছে, স্টিয়ারিং চাকা ঠিক করে ধরে থাকার জন্য বেশ কয়েকবার ওই বানরের পিঠও চাপড়ে দিচ্ছেন ওই বাসের চালক। কার্যত তিনি বানরকে বাস চালাতে দেন। বাসচালককে মাঝে মাঝে গিয়ার বদলে দিতে দেখা গেছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই যাত্রীদের বিপদের মধ্যে ফেলার কারণে ওই চালককে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (কেএসআরটিসি) বাসে দাভানগেরে থেকে ভারামাসাগর পর্যন্ত যাচ্ছিল বাসটি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকে এই ঘটনায় বাস চালকের সমর্থনে এগিয়ে আসে৷ তাঁকে পশুপ্রেমী বলে উল্লেখ করে অনেকে লেখেন, ওই চালককে একটু সাবধান করে ছেড়ে দিত পারত পুলিশ৷ আবার, চালককে কাজ থেকে বরখাস্ত করে দেওয়ার ঘটনাতেও অনেকে সমর্থন জানান৷ ওই চালককে পাগল বলেও অভিহিত করে তারা৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে