আন্তর্জাতিক ডেস্ক: ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মাইকেল। ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে যাচ্ছে হারিকেন। যদিও এই ঝড় আঘাত হানার দুই দিন আগে থেকেই ফ্লোরিডা উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। মনে করা হচ্ছে মাইকেল ক্যাটেগরি তিন ঘূর্ণিঝড়ে রূপ নেবে এটি।
শুধু তাই নয়, পরদিন আরও শক্তিশালী হয়ে এটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি থাকতে পারে। যদি তাই হয় তবে মাইকেল হবে গত ১৫ বছরের মধ্যে ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের সঙ্গে উঠে আসা বৃষ্টিতে ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে দেশের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। ফ্লোরিডার গভর্নর রিক স্কট উপকূলীয় ৩৫ টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। ওইসব এলাকায় বাধ্যতামূলক উদ্ধার অভিযান চলছে।
উদ্ধার অভিযান এবং জরুরি ত্রাণ বিতরণের জন্য ১,২৫০ জন ন্যাশনাল গার্ড এবং চার হাজারের বেশি সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবেশী আলাবামার গভর্নর কেই আইভিও পুরো অঙ্গরাজ্য জুড়ে সোমবার জরুরি অবস্থা জারি করেছেন।