বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ০৩:০৬:১৮

তিতলির আঘাতে মারা গেলেন দুইজন

তিতলির আঘাতে মারা গেলেন দুইজন

নিউজ ডেস্ক : শেষ খবরে দুই জনের মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ভারতের অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় তিতলির আঘাতে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে ভারতের উড়িষ্যার গোপালপুরও। ধসে পড়েছে অসংখ্য মাটির বাড়ি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার ভোরে উড়িষ্যা এবং অন্ধ্র প্রদেশে আঘাত হানে তিতলি। তিতলির আঘাতে গাছ উপড়ে পড়ে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ছে। ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

উড়িষ্যার গোপালপুরে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার। অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামে এই গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০- ১৬০ কিলোমিটার।

উড়িষ্যার উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া চার জেলায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কায় উড়িষ্যার প্রতিটি জেলায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে