রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩১:১৮

এবার চাদে হামলা, নিহত ৩০

এবার চাদে হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার ছোট্ট দেশ চাদ। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা চালানোর পর নাইজেরিয়ার সীমান্তবর্তী এই দেশের কওলফুয়া উপদ্বীপ এলাকায় আজ ভয়াবহ তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন, আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জারি করা জরুরি অবস্থার মধ্যেই এ হামলা চালানো হয়। সহিংসতা থেকে প্রাণ বাঁচাতেই এ মানুষগুলো এই দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। পুলিশের মুখপাত্রের বরাতে সংবাদ সংস্থা এপি জানায়, তিনটি আত্মঘাতী হামলাতেই অংশ নেয় ৩ জন নারী। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সশস্ত্র সংগঠন বোকো হারামকে সরিয়ে সরকারি নিয়ন্ত্রণ আরোপে সহযোগিতা করেছিল চাদ কর্তৃপক্ষ। এ আত্মঘাতী হামলা তারই প্রতিশোধ বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, গেল ২০০৯ সাল থেকে বোকো হারাম ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতায় ১৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ৬ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে