পাকিস্তান নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ভারতের
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের সীমান্ত নিয়ে অশানি যেন লেগেই আছে। তবে এবার সেই বিষয় নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর আমেরিকার সঙ্গে আলোচনা করবেন। ভারত-পাকিস্তানের সীমান্ত এবং সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে কথা বলবেন তিনি। আফগানিস্তানের বিষয়েও কথা বলবেন পারিক্কর। চলতি সাপ্তাহে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টারের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
সূত্রে খবর, আগামী ৯ ও ১০ ডিসেম্বরের বৈঠকে ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে আমেরিকাকে জানিয়ে দেয়া হবে, তারা পাকিস্তানকে নিয়ে যে পলিসি শুরু করেছে তা ঠিক নয়। ইতিমধ্যেই মার্কিন দফরে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। কিছুদিন আগে পাকিস্তান ভারতকে যেভাবে পরমাণু হামলার হুমকি দিয়েছে সেব্যাপারেও কথা হবে আমেরিকার সাথে।
পাকিস্তানের নিকট এফ ১৬ ফাইটার ও ১৫ বেল এএইচ হেলিকপ্টার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তার পরিপ্রেক্ষিতেই প্রতিরক্ষামন্ত্রীর এই মার্কিন সফর বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্যারিস হামলা ও আইএস-এর উত্থান নিয়েও কথা হবে তার।
যৌথভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে দুই দেশের মন্ত্রী। ভবিষ্যতে ভারত কি ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারে তা নিয়েও কথা হবে এই সফরে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগে কোন কোন প্রজেক্ট নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হবে।
৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�