‘রমরমা অবস্থায় মার্কিন অস্ত্র নির্মাণ শিল্প’
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার অস্ত্র এবং গোলাবারুদ নির্মাণের সঙ্গে জড়িত সমস্ত শিল্প কারখানাগুলি চাঙ্গা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকায় চলমান যুদ্ধের চাহিদা মেটানোর জন্য চাঙ্গা হয়ে উঠেছে এসব শিল্প কারখানা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে তখনই মার্কিন অস্ত্রশিল্পের রমরমা অবস্থার খবর বের হলো।
অস্ত্র বাজারের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক নির্বাহী কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অস্ত্র ব্যবসায় আমেরিকার ব্যাপক প্রবৃদ্ধি ঘটবে। মধ্যপ্রাচ্যের সবাই পাঁচ থেকে ১০ বছরের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুদ করতে চাইছে। তারা বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ দিন ধরে চলবে।
এ পরিস্থিতিতে মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশন তাদের কারখানায় তৃতীয় শিফট চালু করেছে। এ কারখানায় আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ২০০০ পাউন্ড ওজনের স্টিলথ ক্ষেপণাস্ত্র বানানো হবে।
এদিকে পেন্টাগনের প্রধান অস্ত্র ক্রেতা ফ্রাংক কেনডালের বরাত দিয়ে রয়টার্স বলছে- লকহিড, রেইথন এবং বোয়িং কোম্পানির সঙ্গে অস্ত্র উৎপাদন জোরদার করার জন্য কাজ করছে মার্কিন সেনাবাহিনী। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন গোলা তৈরি নিয়ে এ কাজ চলছে বলে খবরে জানানো হয়েছে। এছাড়া গাড়ি নির্মাণের সঙ্গে জড়িত কারখানাগুলোও এ যুদ্ধের সুফল ভোগ করছে। এর আগে তারা যেসব গাড়ি সরবরাহ করেছে এখন সেগুলো ব্যবহার করছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ।-রেডিও তেহরান
৭, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ