পুতিন এখন ৯০ কেজির চকলেট!
আন্তর্জাতিক ডেস্ক : ৯০ কেজির মস্ত বড় চকলেট। দেখলে নির্ঘাত জিভে পানি এসে পড়বেই। এই চকলেট দেখে লোভ সামাল দেয়া বড়ই কঠিন হয়ে পড়বে। কিন্তু কথায় আছে না ‘মোল্লার দৌড় মসজিদ পূর্যন্ত’। তাই এই মস্ত বড় চকলেটটি শুধু চোখে দেখেই যাবেন চকলেটের স্বাদটুকু আর নেয়া হবে না। দেখে যতটা পেট ভরে, তাতেই খুশি থাকতে হবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের চকলেট উৎসবে এসে অনেকেই হাত কামড়াচ্ছেন। উৎসবে এসেছে ৯০ কেজির একটি চকলেট, যা আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি। ভাস্কর নিকিতা গুসেভ এর আগেও চকোলেট দিয়ে স্তালিন ও মাইকেল জ্যাকসনের মূর্তি বানিয়েছিলেন। তবে এবারটা তাকে বানাতে হয়েছে অনুরোধে। সেন্ট পিটার্সবার্গের চকোলেট মেলা কর্তৃপক্ষরা তাকে অনুরোধ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এই মূর্তিটি বানাতে। সেই মতোই পুতিনের পোষা কুকুর কোনি–সহ এই পূর্ণাবয়ব মূর্তি বানালেন তিনি। উৎসব শুরু হওয়ার আগে অবশ্য আয়োজকরা বেশ চিন্তায় ছিলেন। তাই মূর্তির চারপাশে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে, মূর্তির আশেপাশে আসা তো বারণই, কেউ কামড়ানো বা চাটার চেষ্টা করলেও তার কপালে জুটবে কঠিন শাস্তি। সেই ভয়েই হয়ত, এখনও অক্ষত আছে ৯০ কেজি বেলজিয়ান চকোলেটের মূর্তিটি।
৭, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ