সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৯:২৭

নিকোলাস সারকোজি এগিয়ে

নিকোলাস সারকোজি এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শেষে দেখা যাচ্ছে, কট্টর ডানপন্থি এবং ন্যাশনাল ফ্রন্ট বা এফএন ১৩টি রাজ্যের মধ্যে ছয়টিতেই এগিয়ে রয়েছে। রোববারের নির্বাচনের পর বুথ ফেরত জরিপ বলছে, এফএন ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য ডানপন্থি রিপাবলিকান পার্টি, ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। নিকোলাস সারকোজির রিপাবলিকান দল পেয়েছে ২৭ শতাংশের বেশি ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ২২ শতাংশের বেশি ভোট। দেশটির রাজধানী প্যারিসে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেটের (আইসি) হামলার ঘটনার তিন সপ্তাহ পরই এই নির্বাচন অনুষ্ঠিত হলো। ন্যাশনাল ফ্রন্ট বা এফএন, অভিবাসনের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে বলে মনে করে। কট্টর ডানপন্থি এই দলের নেতা মারিন লু পেন আঞ্চলিক নির্বাচনে বড় সাফল্য পেলে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাবনা বাড়বে। মারিন লু পেন বলেন, ‘এটা সম্পূর্ণ ঐতিহাসিক একটি ফলাফল। অনন্য সাধারণ এবং বর্তমান প্রেক্ষাপটে একেবারেই অপ্রত্যাশিত।’ তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে পুরনো প্রথার চির অবসান ঘটলো এবং ডান ও বামপন্থি প্রতিনিধিদেরও মৃত্যু হলো।’ তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। কেন না আগামী ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে। ফলাফল আসতে শুরু করার পর ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল ফিরতি ভোটে অন্তত দুটো অঞ্চল থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এদিকে, নিকোলাস সারকোজি সমাজতন্ত্রী দলের সঙ্গে কোনো ধরনের জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সূত্র: বিবিসি ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে