সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৫:৪৯

আঘাত হানল ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আঘাত হানল ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে তাজাকিস্তানে সোমবার ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টায় এ ভূমিকম্প অনুভূত হয়। এদিকে, ভারতের রাজধানী দিল্লি এবং উত্তর অংশেও এই ভূকম্পন অনুভূত হয় বলে খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল তাজাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কারাকুল এলাকা থেকে ১১ কিলোমিটার দূরের মুরঘবে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমাবারের ওই ভূমিকম্পে দিল্লির বিভিন্ন এলাকায় ঘরবাড়ি কাপতে শুরু করে। এসময় ভয়ার্ত লোকজনকে ঘর থেকে রাস্তায় ছুটে আসতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের তীব্রটা এতটাই ছিল যে, পাকিস্তান ও ভারতের নয়াদিল্লিতেও ভবন কেঁপে ওঠে। ০৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে