‘রাশিয়া-আমেরিকার যুদ্ধই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ’
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএসের ওপর হামলাকে কেন্দ্র করে রাশিয়া এবং আমেরিকা বরাবরই বিপক্ষে অবস্থান করছে। রাশিয়া যখন আইএস ধ্বংসে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আর তখনি আমেরিকা আইএকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। তেল বিতর্ক এবং যুদ্ধ বিমান ধ্বংসের কারণে রাশিয়া তুরস্কের ওপর নানান দোষ দিয়ে যাচ্ছে আর তখনি আমেরিকা তুরস্কের পক্ষ হয়ে সাফাই গাইছে। আর এই অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের কর্মসূচি ইঙ্গিত দেয় যে, রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধু বাধানোর মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। এ কথা বলেছেন, আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং অনুসন্ধানী সাংবাদিক জোয়াশিম হ্যাগোপিয়ান। তিনি বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বাড়ানোর মাধ্যমে ওয়াশিংটন মস্কোর সঙ্গে যুদ্ধ শুরু করতে চাইছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর জানা যায়।
হ্যাগোপিয়ান বলেন, সফরের মধ্যদিয়ে কিয়েভ সরকারকে আমেরিকা এ বার্তা দিতে চায় যে, ওয়াশিংটন তাদের পাশেই রয়েছে। রোববার বাইডেন ইউক্রেন পৌঁছান এবং এ নিয়ে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাঁচবার কিয়েভ সফর করলেন।
সফরের সময় বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকে ও প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিয়ুকের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, দেশটির সংসদে ভাষণ দেয়ার কথা রয়েছে। হ্যাগোপিয়ান বলেন, এ সফরের মাধ্যমে বাইডেন কিয়েভকে এ নিশ্চয়তা দিতে চান যে, আমেরিকার অনুগত সিরিয়ার পুতুল সরকারের জন্য রাশিয়ার সঙ্গে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে।
৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�