সোমবার, ০৫ নভেম্বর, ২০১৮, ০২:৪৪:১৩

কেন এমন অদ্ভূত কন্ডোমের টুপি পরলেন বিল গেটসের বাবা? ব্যাখ্যা দিয়েছেন বিল গেটস নিজেই...

কেন এমন অদ্ভূত কন্ডোমের টুপি পরলেন বিল গেটসের বাবা? ব্যাখ্যা দিয়েছেন বিল গেটস নিজেই...

আন্তর্জাতিক ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিল গেটসের বাবা উইলিয়াম হেনরি গেটস দ্যা সেকেন্ড। কারণ তার মাথার ক্যাপ। সিনিয়র গেটস মাথায় যে ক্যাপটি পরেরেছেন তা ঢাকা কন্ডোম দিয়ে। ইনস্টাগ্রামে ওই ছবিটি শেয়ার করেছেন গেটস।

কেন এমন অদ্ভূত টুপি পরলেন সিনিয়র গেটস? এর ব্যাখ্যা দিয়েছেন বিল গেটস নিজেই। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, বাবার ওইরকম টুপি পরার বিশেষ কোনও কারণ নেই। বাবাকে ওই টুপিটি উপহার দিয়েছেন থাইল্যান্ডের সমাজকর্মী মেচাই ভিরাভৈদ্য। এইডস প্রতিরোধে থাইল্যান্ডে বিশাল কাজ করেছেন মিচাই।

গেটস আরও জানিয়েছেন কন্ডোম ব্যবহার নিয়ে থাই সমাজে ছুঁতমার্গ অনেকটাই দূর করেছেন মিচাই। তাঁর এই প্রচেষ্টা এতটাই সফল যে তাকে মিস্টার কন্ডোম বা কন্ডোম কিং বলে ডাকা হয় সেখানে। এইডস নিয়ন্ত্রণে কন্ডোমের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোই লক্ষ্য তাঁর।

উল্লেখ্য, অতীতেই মিচাইয়ের কর্মকাণ্ডের ভূয়ষী প্রশংসা করেচেন বিল গেটস।-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে