অবশেষে মোদি-নেওয়াজ
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের জলবায়ু সম্মেলনে গিয়ে গত সপ্তাহেই একটি অনির্ধারিত বৈঠকে মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ। এক দফা স্থগিত হবার চার মাস পর অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যেকার একটি উচ্চ পর্যায়ের বৈঠক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রবিবারের এ বৈঠকটিকে বর্ণনা করা হয়েছে ‘অকপট, আন্তরিক ও গঠনমূলক’ হিসেবে। এপির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এখবর প্রকাশ হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও গত বছর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দুদেশের মধ্যেকার সম্পর্ক তারপর থেকে খারাপের দিকেই গেছে শুধু।
এই সময়ের মধ্যে বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে দুপক্ষের মধ্যে বেপক গুলি বিনিময় হয়েছে এবং দুপক্ষেরই বহু মানুষ মারা গেছে।
ভারত এর আগে বলেছিল, যদি কোনও আলোচনা হয় তবে তা হবে সন্ত্রাসবাদ প্রসঙ্গেই।
কিন্তু রবিবারের বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুদেশের নিরাপত্তা উপদেষ্টারা কাশ্মীর, শান্তি এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করেছে।
বৈঠকের ভেন্যু হিসেবে ব্যাংকককে পছন্দ করবার কারণ হিসেবে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার জানিয়েছেন, দু পক্ষেরই যাতায়াতের সুবিধার্থেই এই জায়গাটি নির্বাচন করা হয়েছে।
প্যারিসে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে গিয়ে নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ অবশ্য গত সপ্তাহেই একটি অনির্ধারিত বৈঠক করেছেন।
আর আফগানিস্তান নিয়ে একটি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজেরও পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে আজই (সোমবার)।
৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�