রাজার হালে জেলে, খরচ ১.২৩ কোটি
আন্তর্জাতিক ডেস্ক : গত এক বছর ধরে ভারতের তিহার জেলে রাজার হালে কাটিয়েছেন সাহারা কর্তা সুব্রত রায়। তবে গত মাসে ১.২৩ কোটি রুপি জেল কর্তৃপক্ষকে চুকিয়ে দিয়েছেন তিনি। এমন খবর গণমাধ্যমের।
২০১৪ সালের মার্চে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জেলে যেতে হয় সাহারা সংস্থার কর্তা সুব্রত রায়কে। আমানতকারীদের থেকে বেআইনিভাবে নেয়া প্রায় ২০ হাজার কোটি রুপি ফেরাতে না পারার দায়ে তাকে জেলে যেতে হয়। জামিন পাওয়ার জন্য আদালত তাকে ১০ হাজার কোটি রুপি জমা দেয়ার নির্দেশ দেয়।
সুব্রত রায় আদালতকে বলেন, নিউইয়র্ক ও লন্ডনে সাহারার বিলাসবহুল হোটেল বিক্রি করে সেই টাকামিটিয়ে দেবেন তিনি। লেনদেনের জন্য তাকে জেলের মধ্যে এসি কনফারেন্স রুম, ল্যাপটপ, ওয়াই-ফাই, সিসিটিভির সুবিধা দেয়া হয়। সেই বাবদ তিহার জেল কর্তৃপক্ষকে দিতে হয়েছে ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার রুপি।
তিনি গত নভেম্বরে সেই খরচা মিটিয়ে দিয়েছেন। তবে এখনো বাকি রয়েছে সাড়ে সাত লাখ রুপি। খরচের সিংহভাগ মিটিয়ে দেয়ার পর গত মাসে তাকে সাধারণ সেলে সরিয়ে নেয়া হয়েছে।
৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�