সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫১:১৭

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : বিমানটি আকাশে উড়ার পর যখন মাঝ আকাশে ঠিক তখনি বিমানের দরজা খোলার চেষ্টা করলেন এক ব্যক্তি। লুফটহানসার বিমানে এই ঘটনা ঘটেছে। পরে ঐব্যক্তিকে সিট বসিয়ে বেঁধে রাখা হয়। তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে জানা গিয়েছে। অন্যান্য যাত্রীরা জানিয়েছেন, আচমকা এই ব্যক্তি নিজের সিট থেকে উঠে ককপিটে ঢুকতে যান। তাকে ঢুকতে বাধা দেওয়া হলে তিনি বিমানের একটি দরজা খুলতে যান ও হুমকি দিতে থাকেন। অন্যান্য যাত্রীরা ও ক্রু মেম্বাররা তাকে আটকে দেন। বিমানবন্দরে নেমে তাকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তিনি কোন দেশের বাসিন্দা তাও স্পষ্ট নয়। সার্বিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির নাম লাকেন। তার কাছে একটি মার্কিন পাসপোর্ট পাওয়া গিয়েছে। সূত্রের খবর ওই ব্যক্তি বিমানের মধ্যে চীৎকার করতে থাকেন এবং সকলকে হুমকি দিতে থাকেন। তবে এই ব্যক্তি আইএসের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেলগ্রেড বিমানবন্দরে নামা পর্যন্ত তাকে নজরদারিতে রাখা হয়। ৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে