বোমাতঙ্কে জরুরি বিমান অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক : মিশরগামী বিমান বুদাপেস্ত বিমানবন্দরে বোমাতঙ্কের কারণে জরুরি অবতরণ করল। বার্লিন থেকে মিশরের হুরঘাদার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। এমত অবস্থায় বিমানটিতে বোমা রাখা আছে বলে জানতে পারায় জরুরি অবতরণ করাহয়। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর জানা যায়।
পুলিশ মুখপাত্র ভিক্টোরিয়া সিসজার-কোভাকস জানান, বুদাপেস্ট বন্দরের অবতরণের পর যাত্রী ও তাদের ব্যাগ তল্লাশি করে দেখা হচ্ছে৷ কোন যাত্রীর ব্যাগে বোমা রাখা আছে কিনা অথবা আইএসের কোন সদস্য এই বিমানের যাত্রী সেজে উঠেছে কিন। এখন পর্যন্ত এই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে৷
বার্লিন থেকে হুরঘাদার উদ্দেশে রওনা দিয়েছিল এয়ারবাস এ৩২১ জেটের ডিই ৪৯০ ফ্লাইট৷ হুমকি পাওয়ার পরেই সার্বিয়ার আকাশ থেকেই বুদাপেস্ত বিমানবন্দরে অবতরণ করে বিমানটি৷ তবে বিমানটি কোন সংস্থার তা এখনও জানা যায়নি৷ বিমানটি যে এয়ার বার্লিনের নয়, তা সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে৷
৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�