প্রেসিডেন্টকে আবমাননা, ১০ মাসে গ্রেফতার একশ'
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে কথিত অবমাননার অভিযোগে গত ১০ মাসে প্রায় ১০০ তুর্কি নাগরিককে আটক করা হয়েছে। তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি একটি মানবাধিকার সংস্থার দেয়া প্রতিবেদন তুলে ধরে জানিয়েছে, ওই অভিযোগে দশ মাসে ৯৮ জনকে আটক করা হয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর প্রকাশ হয়েছে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে মানবাধিকার ইস্যুতে ৫,৭৯৫ জনকে আটক করা হয়। এরদোগানকে অবমাননার ঘটনায় ১৫ বছরের কিশোর আটক করার ঘটনাও ঘটেছে। এছাড়া, আদালতের নির্দেশে তুরস্কে ২০১১ সালে ১৫,৫৬২টি ওয়েবসাইট ব্লক করা হয়। ২০১২ সালে এ সংখ্যা ছিল ২২,৫৩৬টি, ২০১৩ সালে ৩৫,০০০, ২০১৪ সালে ৪০,৭৭৩টি এবং চলতি বছরে ৯৬,০০০টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে এরদোগানকে কথিত অবমাননা করার অভিযোগে সেদেত কাবাস, হেদায়াত কারাসা এবং মেহমেত বারানসু’র মতো প্রখ্যাত ব্যক্তিদেরকে আটক করা হয়েছে। এছাড়া, গত অক্টোবর মাসে তুরস্কের প্রভাবশালী ইংরেজি দৈনিক টুডেজ জামান পত্রিকার প্রধান সম্পাদক বুলেন্ত কেনেসকে ২১ মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়।
৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�