চীনের বেইজিংয়ে ‘রেড এলার্ট’
আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিং যেন একটি পরিপাটি এবং সাজানো গোচানো শহর। কোন প্রকার ধুলোবালি বা কাদার লেস মাত্র পাওয়া যাবেনা এই শহরটিতে। কিন্তু হঠাৎই কি হয়ে গেল এই শহরটির বাতাসে প্রচুর ধুলোবালি উড়তে থাকে। আর তার ফলেই বায়ু দূষণ হয়ে পড়ে এবং এই পরিস্থিতিতে আজ প্রথমবারের মতো ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত বেইজিং ঘন ধোঁয়াশায় ঢাকা পড়তে পারে এমন আশংকার পরিপ্রেক্ষিতে এ ‘রেড এলার্ট’ জারি করা হয়। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
আজ (সোমবার) জারি করা ‘রেড এলার্টে’ বেইজিং’র সিটি গভর্নর বলেছেন, এ নগরী চারদিন ঘন ধোঁয়াশায় ঢাকা থাকতে পারে। এ সময়ে সব ধরণের নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, সব স্কুলও বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বেইজিং’র সিটি গভর্নর।
এ ছাড়া, এতে নির্দিষ্ট ধরণের গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়া হয়েছে। গত সপ্তাহে বেইজিং ঘন ধোঁয়াশায় ঢাকা থাকার পর এ হুঁশিয়ারি দেয়া হলো।
সম্প্রতি বায়ু দূষণ সৃষ্টিসহ পরিবেশ ক্ষতিকারক তৎপরতার বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। বেইজিংসহ চীনের অনেক বড় বড় নগরী প্রায়ই ধোঁয়াশায় ঢাকা পড়ে থাকে। কয়েক দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ ধরে ব্যাপক নগরায়নকে দেশটির পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার জন্য দায়ী করা হয়।
৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�