মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০১:১৩:২৪

যে কারনে মুসলমানদের সাহায্য প্রয়োজন ওবামার

 যে কারনে মুসলমানদের সাহায্য প্রয়োজন ওবামার

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকে সম্পূর্ন জঙ্গি মুক্ত করতে কোমর বেঁধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই নিয়ে রবিবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষন দেন বারাক ওবামা। আইএস জঙ্গি সংগঠনকে পুরোপুরি ধংস করতে তিনি যে বদ্ধপরিকর তা আবারো তার দেয়া ভাষনে জানিয়ে দিলেন পুরো বিশ্বকে। এছাড়া, মার্কিন নাগরিকদের নিরাপত্তা প্রশ্ন নিয়ে তিনি কোন আপোশ করতে রাজি নয় তাও বলেছে তার দেয়া ভাষনে। তবে এই লড়াইয়ে আমেরিকা যে একা নয় তাও জানাতে ভোলেননি ওবামা। আমেরিকার নেতৃত্বাধীন আরও ৬৫ দেশও তার পাশে আছে, এ দিনের ভাষণে সে কথাই বলেন ওবামা। এই লড়াইয়ে তিনি মুসলিম সমাজকেও পাশে চেয়েছেন। তিনি বলেন, ইসলামের কথা বলে না আইএস। তারা ধোকাবাজ, তারা খুনি। বিশ্বের কোটি কোটি মুসলিমের মধ্যে আইএস-এর ভাবধারায় অনুপ্রাণিত মাত্র কয়েকাংশ। সিংহভাগই তাদের ভাবধারাকে মানে না। আইএসের সন্ত্রাশে শিকার বেশির ভাগই মুসিলিম। তাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমান সমাজকে বাদ না দিয়ে বরং তাদেরকে পাশে নিয়ে একসঙ্গে চলতে চান ওবামা। আমেরিকা ইসলাম বিরোধী— আইএস-এর এই স্ট্র্যাটেজিকে এই ভাবেই রোধ করতে চাইলেন ওবামা। তবে যুদ্ধের স্ট্র্যাটেজি নির্ধারণে নিজের পূর্বসুরি বুশের ভুলের পুনরাবৃত্তি যে তিনি আর করবেন না তাও সবাইকে বুঝিয়ে দিলেন বারাক ওবামা। ইরাকে পদাতিক সেনা পাঠানোর সিদ্ধান্ত যে ভুল তা মানলেন তিনি। তাই আইএসদের শিক্ষা দিতে পদাতিক সেনা পাঠিয়ে দেশের অর্থনীতিকে বিপদের মুখে যে ঠেলে দেবেন না তা জানাতে ভোলেননি তিনি। তবে সেনা না পাঠালেও আইএসকে দমন করতে তিনি যে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা নন তা জানিয়েছেন ওবামা। কী ভাবে আইএস দমনের কথা ভাবছেন ওবামা? মূলত আইএসকে দমনের জন্য তিনটি উপায় চিন্তা করে রখেছেন ওবামা। প্রথমত, পদাতিক সেনা না পাঠিয়ে বিমানহানার মাধ্যমে ইরাক এবং সিরিয়ায় আইএস ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। প্রয়োজন অনুসারে স্পেশ্যাল ট্রুপ পাঠানো হবে। দ্বিতীয়ত, আইএসদের আর্থিক মদত বন্ধ করে দেওয়া এবং যাতে নতুন লোক জঙ্গি সংগঠন না নিতে পারে তার ব্যবস্থা করা। তৃতীয়ত, স্থানীয় আইএস বিরোধী সেনাদের প্রশিক্ষণ এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করা। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দেশের সব রাজনৈতিক দলই যে এককাট্টা সেই বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন ওবামা। এর জন্য কংগ্রেসে ভোটাভুটি করার ডাক দিয়েছেন তিনি। বুধবারের সান বের্নার্দিনোর হামলা যে জঙ্গি হামলা তাও ফের একবার বলেন ওবামা। এবং এই ধরণের হামলা ঠেকাতে অস্ত্র আইনও কঠোর করার ভাবছেন ওবামা। সেই সঙ্গে ভিসা আইনেও রদবদল করার কথা ভাবছেন তিনি। ৮, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে