মার্কিন জোট থেকে সরে যাচ্ছে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক : কানাডা বলেছে, সিরিয়া এবং ইরাক অভিযানে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন জোট থেকে নিজেদের কে সরিয়ে নিয়া হবে এবং যুদ্ধবিমানগুলোকে প্রত্যাহার করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার জন্য কানাডার ছয়টি যুদ্ধবিমানকে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করা হয়েছে। ২০১৪ সালের আগস্ট থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত জোট সিরিয়া এবং ইরাকে সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা শুরু করেছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর প্রকাশ হয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কানাডা নিজের যুদ্ধবিমানগুলোকে প্রত্যাহার করবে। তিনি জানান, কানাডার দুই শতাংশ বিমান হামলায় অংশ নিচ্ছে। এর বদলে কানাডা জোটের জন্য আরো কার্যকর পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
কানাডায় গত মাসে উদারপন্থী নতুন সরকার ক্ষমতায় এসেছে। এ সরকার মনে করে, কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য কানাডার আরো পদাতিক সেনা মোতায়েন করা হলে তা জোটের বিমান হামলায় অংশ নেয়ার চেয়ে কার্যকর হবে।
৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�