বুধবার, ০৫ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৩:০৪

কূটনৈতিক চাল দিলেন ইমরান খান

কূটনৈতিক চাল দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকেই কাশ্মীর সমস্যা সমাধানে তিনি অনেক আন্তরিক। একাধিকবার সেই কথা বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করেছে বিজেপি সরকার। সম্প্রতি সার্ক সম্মেলনও বয়কট করেছে মোদি সরকার। এই অবস্থায় মোদিকে তার পূর্বসূরি বাজপেয়ীর কথা মনে করিয়ে কূটনৈতিক চাল দিলেন ইমরান খান। 

কাশ্মীর সমস্যা সমাধানে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত-পাকিস্তান। কিন্তু ২০০৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ায় ফের সবকিছু আগের অবস্থায় ফিরে আসে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে এই স্বীকারোক্তি করেছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এমনই চাঞ্চল্যকর দাবি ইমরান খানের৷ পাশাপাশি তিনি জানান, একমাত্র আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব।

কাশ্মীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বাজপেয়ীর কথা স্মরণ করেন ইমরান দাবি করেন, বাজপেয়ী তাকে বলেছিলেন ২০০৪ সালে বিজেপি না হারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত। বাজপেয়ী যখন একথা বলেন তখন উপস্থিত ছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী নটবর সিং।
  
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে ইমরান জানান, এতেই বোঝা যাচ্ছে চাইলে কাশ্মীর সমস্যার সমাধান বের করা সম্ভব। আর সেই সময় দুই দেশই সমাধানসূত্রের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
ভারত-পাক সম্পর্ক এখন এমনিতেই তলানিতে। সকল কূটনৈতিক আলোচনা বন্ধ। তার উপর সার্ক সম্মলেনও ফের বয়কট করতে চলেছে ভারত। এই অবস্থায় ইমরানের মন্তব্য, আলোচনার দরজা খোলা রাখতে হবে। কেননা আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব।

 তবে ইমরানের একটি বক্তব্য থেকে জল্পনা ছড়ায়৷ তিনি জানান, আলোচনা ছাড়া আরও ‘অপশন’ আছে। তবে সেই অপশনগুলি কী কী তা জানাতে চাননি। তিনি শুধু বলেন, ‘‘এখনও সময় আসেনি সেটা নিয়ে কথা বলার।’’ তবে ভারতের সঙ্গে কোন যুদ্ধে পাকিস্তানকে জড়াতে চান না ইমরান। তিনি জানান, দুটি দেশই নিউক্লিয়ার শক্তিধর দেশ। তাই যুদ্ধের মাধ্যমে কোনও ফলাফল বের হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে