মস্কোয় ভয়াবহ বোমা বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : এবার মস্কোর বাস স্টপেজে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয়েছে ৪ জন। এদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছে। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত এই ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কে বার কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে এখন পর্যন্ত জানা যায় নি। মস্কো পুলিশের মুখপাত্র অ্যান্ড্রে গালিয়াকবেরভ জানান, মস্কো বাস স্টপেজের গাড়ি বা কোন বহুতল ভবন থেকে আইইডি বোমাটি ছুঁড়ে ফেলা হয়েছিল যার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বাস ধরার জন্য মধ্য মস্কোর পোকরোভকা রোডের বাস স্টপেজে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। আচমকাই একটি সশব্দে বিস্ফোরণ ঘটে এবং বাস স্টপেজের কাচ ভেঙে যায়। ওই বিস্ফোরণে বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা তিন মহিলা সহ চারজন গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আইইডি বোমা দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। পোকরোভকা রোডের বাস স্টপেজের সামনে কোনও গাড়ি বা বহুতল থেকে বোমাতি ছোঁড়া হয়েছিল বলে পুলিশের অনুমান। তবে কারা এই বোমা ছুঁড়েছে, তা জানা যায়নি। জঙ্গি হামলার মতো ঘটনা ঘটাতেই হয়তোবা কেউ এভাবে বোমা ছুঁড়ে বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�