সাইকেল চালিয়ে পার্লামেন্টে যান যে সাংসদ
আন্তর্জাতিক ডেস্ক : বায়ু দূষনে সবথেকে বেশী ক্ষতি হয় শিশুদের । তাই শিশুদের জন্য তিনি চিন্তিত। বায়ু দূষণ নিয়ে সচেতনতা বাড়াতে সাইকেল চালিয়ে পার্লামেন্টে গেলেন ৮০ বছরের সাংসদ। ভারতে রাজধানী দিল্লিতে রাস্তায় গাড়ি কমিয়ে যাতে দূষণ কমানো যায় সেই বার্তা দিতেই মঙ্গলবার সাইকেল চালিয়ে পার্লামেন্টে গেলেন তিনি।
ভারতের পার্লামেন্টের সাংসদ তথা আইনজীবী কেটিএস তুলসি বলেন, 'আমরা যতদিন পর্যন্ত না গাড়ির উপর নির্ভরশীলতা কমাতে পারব, ততদিন পর্যন্ত স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারব না। এটা এখন জীবন-মরণের প্রশ্ন। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এখনই উদ্যোগ না নিলে আমাদের সন্তানেরা এর ফল ভুগবে।' তার সঙ্গে বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালও এদিন সাইকেলে চেপে পার্লামেন্টে যান।
সোমবার পার্লামেন্টে ঢোকার সময় মাস্ক পরে চোকেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। নয়া দিল্লির দূষণ নিয়ে প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নেন তিনি। তিনি বলেন, দূষণ এতটাই যে মাস্ক পরেও তিনি গলায় অস্বস্তিবোধ করছেন।
চলতি বছরের শুরু তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় দিল্লি বিশ্বের সবথেকে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়। সম্প্রতি হাইকোর্ট দিল্লি শহরকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলান করেছে। গত সপ্তাহে দূষণ কমাতে দিল্লি সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। থার্মাল পাওয়ার প্লান্ট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করার কথা বলেছে। সর্বোপরি জোড়-বিজোড় সংখ্যার নম্বর প্লেটের গাড়ি এক দিন বাদ দিয়ে একদিন রাস্তায় বের করার নিয়ম চালু করেছে। যদিও এই নীতি নিবে বিতর্ক রয়েছে তবুও এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুর।
৯, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ