বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪২:৪০

মার্কিন গােয়েন্দা বিমানের ওপর চীনের নজরদারি

মার্কিন গােয়েন্দা বিমানের ওপর চীনের নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বেইজিংয়ে বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরে মার্কিন গোয়েন্দ বিমান পি-৮ পোসেইডোন মোতায়েন করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সিঙ্গাপুরে মার্কিন যে গোয়েন্দা বিমানটি মোতায়েন করা হয়েছে তার ওপর নজর রাখছে চীনের সেনাবাহিনী। তবে এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে বলেই আশা করছে বেইজিং। আমেরিকা সিঙ্গাপুরে অত্যাধুনিক গোয়েন্দা বিমান 'পোসেইডোন’ মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার পর চীন ওই বিবৃতি দিয়েছে। ‘পোসেইডোন’ বিমান সিঙ্গাপুরে মোতায়েনের বিষয়ে দেশটির সঙ্গে ওয়াশিংটনের চুক্তি হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা, জলদস্যুদের বিরুদ্ধে লড়াই এবং দুর্যোগকালীন ত্রাণ তৎপরতার ক্ষেত্রে সহযোগিতার জন্য গোয়েন্দা বিমান মোতায়েন করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। জাপান এবং ফিলিপাইন থেকে 'পোসেইডোন' বিমান দিয়ে অনেক দিন ধরেই নজরদারি চালিয়ে যাচ্ছে আমেরিকা। এ ছাড়া,মালেয়েশিয়ার কাছাকাছি মার্কিন বিমান ঘাঁটিগুলো থেকেও একই তৎপরতা চালানো হচ্ছে। এবারে দক্ষিণ চীন সাগরেও একই তৎপরতা চালাতে যাচ্ছে আমেরিকা। ৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে