পাকিস্তান-চীনের যৌথ সামরিক মহড়া
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান এবং চীন যৌথ সামরিক মহড়া শুরু করেছে। চীনের ‘নিংসিয়া হুই’ স্বায়ত্বশাসিত অঞ্চলের কিংতোংসিয়া শহরে এ মহড়া চলছে। ‘ইউওয়াই-৫’ নামের যৌথ মহড়ায় দু’টি দেশের বিশেষ বাহিনী অংশ নিচ্ছে। এই মহড়া চলবে দুই সপ্তাহ ধরে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’র এক বিবৃতিতে এ সব তথ্য জানানো হয়েছে। রেডিও হেতরানের এক প্রতিবেদনে এখবর জানা যায়।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের বিশেষ বাহিনী এবং চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ’র পদস্থ সেনা কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দুই দেশই চলতি ২০১৫ সালকে বন্ধুত্বের বছর হিসেবে অভিহিত করছে এবং এরইঅংশ হিসেবে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, পণবন্দি উদ্ধার, কর্ডন দেয়া এবং তল্লাসি তৎপরতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। চীনের উত্তরাঞ্চলে চরম আবহাওয়ায় এ মহড়া চলছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যুদ্ধের অভিজ্ঞতা এ মহড়ার মাধ্যমে চীনের সঙ্গে বিনিময় করবে। এ ছাড়া এ মহড়া পাক-চীন গভীর সামরিক সম্পর্ককে আরো জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।
৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�