বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৭:২৭

বর্ষসেরা অ্যাঙ্গেলা মারকেল

বর্ষসেরা অ্যাঙ্গেলা মারকেল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম সাময়িকীর বিবেচনায় এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। মধ্যপ্রাচ্যের অসহায় শরণার্থীদের জন্য তিনি জার্মানির সীমান্ত দরজা খুলে দেয়া, ইউরোপের ঋণ সঙ্কট এবং ইউক্রেন-রাশিয়া উত্তেজনা প্রশমনে দক্ষ নেতৃত্বের কারণে তাকে এ স্বীকৃতি দিয়েছে টাইম কর্তৃপক্ষ। বুধবার সাময়িকীটির বিচার পরিষদ মারকেলকে ‘২০১৫ সালের বর্ষসেরা’ ব্যক্তিত্বের খেতাব দেয়ার ঘোষণা দেয়। সে হিসেবে সাময়িকীটির চলতি বছরের চূড়ান্ত সংখ্যার প্রচ্ছদে স্থান পাবে বিশ্বের প্রভাবশালী এ নারী রাজনীতিকের ছবি। ইতোমধ্যে টাইমের অনলাইন সংস্করণে সে ছবি প্রকাশও করা হয়েছে। তবে এর আগে মঙ্গলবার টাইম সাময়িকীর বিবেচনায় বর্ষসেরা ব্যক্তিদের সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করে। আর এই তালিকায় উঠে আসেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি। প্রতিবছরের ডিসেম্বরে সাময়িকীটির পক্ষ থেকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করা হয়। এর আগে পাঠকের ভোটে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। গত বছর টাইমের বিবেচনায় বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব পেয়েছিলেন পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সাহসী যোদ্ধারা। সূত্র: টাইম। ৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে