বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৯:১৩

মার্কিন হামলায় সিরিয়ায় ২৬ বেসামরিক ব্যক্তি নিহত

মার্কিন হামলায় সিরিয়ায় ২৬ বেসামরিক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে মার্কিন বাহিনীর কথিত বিমান হামলায় সিরিয়ার ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছ। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ ঘটনার জন্য মার্কিন জোটকে দায়ী করেছে। সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন শিশু ও চারজন নারী রয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর জানা যায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এ খবর নিশ্চিত করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বলেছেন, সামরিক বাহিনী এ ঘটনার তদন্ত করবে। তিনি দাবি করেন, এ ধরনের অভিযোগের বিষয়ে মার্কিন সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে তদন্ত করে থাকে। এর আগেও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত ও বহু প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। একই ধরনের ঘটনা বহুবার ইরাক ও আফগানিস্তানে ঘটেছে। তবে কোনো ঘটনারই সঠিক তদন্ত হয়েছে বলে জানা নেই। কেউ তেমন কোনো শাস্তির মুখেও পড়েনি। গত বছরের আগস্ট মাস থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় অভৈধভাবে বিমান হামলা চালাচ্ছে। তারা দাবি করছে সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে তারা বিমান অভিযান চালাচ্ছে কিন্তু আজ পর্যন্ত মার্কিন জোটের হামলার কারণে আইএসের কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সিরিয়ার সরকার তা পরিষ্কার নয়। এ কারণে প্রশ্ন উঠেছে, মার্কিন হামলার মুখে ইরাক ও আফগানিস্তানে সরকারি বাহিনী পরাস্ত হয়েছে সেখানে একটি সন্ত্রাসী গোষ্ঠীর পতন হচ্ছে না, তা কীভাবে সম্ভব? এর বিপরীতে বরং আমেরিকা ও জোটের অনেক দেশের বিরুদ্ধে আইএসকে সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে। ৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে