রুশ সাংবাদিকদের আটক করেছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক : রুশ বিমানকে তুরস্কের সেনাবাহিনী ভূপতিত করার পর থেকেই রাশিয়া-তুরস্ক সম্পর্কের টানাপোরন চলছে। এই ঘটনারপর রাশিয়া অভিযোগ করেছে, তুরস্কের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তেল-বাণিজ্য সম্পর্ক রয়েছে। তুরস্কের সাথে আইএসের তেল বনিজ্য সম্পর্কের তথ্য-প্রমাণ সংগ্রহ করতে গিয়ে রাশিয়ার কয়েকজন সাংবাদিক আটক হয়েছেন। রাশিয়ার টেলিভিশন চ্যানেল রোসিয়া-১ এর কয়েকজন সদস্য তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে পৌঁছানোর পর তাদেরকে আটক করা হয়। পরে অবশ্য এসব সাংবাদিককে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছে।
তুরস্কের ওই এলাকার সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে। সিরিয়া থেকে কীভাবে সন্ত্রাসীরা তুরস্কের ভেতরে তেল পাচার করে সে বিষয়ে এসব সাংবাদিক একটি অনুসন্ধানীমূলক রিপোর্ট করতে গিয়েছিলেন।
তুরস্কে আটক হওয়া সাংবাদিক দলের প্রধান আলেকজান্ডার বুজালাদ্জে জানান, এর আগে তারা ইস্তাম্বুল ও আংকারায় কাজ করেছেন কিন্তু কোনো ধরনের বাধার মুখে পড়েন নি। কিন্তু সীমান্ত এলাকায় পৌঁছে ক্লোজ শর্ট নিতে গেলে তুর্কি নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয় এবং কোনো রকম সময় না দিয়ে ক্যামেরা পর্যন্ত কেড়ে নেয়।
তুরস্কে সাংবাদিক আটক হওয়ার ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে প্রমাণিত হয় যে, সত্য প্রকাশের বিষয়ে তুর্কি সরকার ভীত হয়ে পড়েছে। তারা মনে করেছে, রোসিয়া-১ এর মাধ্যমে দায়েশের সঙ্গে তুরস্কের অবৈধ তেল-বাণিজ্যের সম্পর্ক ফাঁস হয়ে যাবে। সে কারণে তুর্কি কর্মকর্তারা রাশিয়ার সাংবাদিকদের আটক করেছেন।
১০, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�