মসজিদে জঙ্গি হামলা, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে স্থানীয় একটি মসিজিদের সামনে জঙ্গিরা আত্মঘাতী হামলা করেছে। এই জঙ্গি হামলায় নিহত হয়েছে ১১ জন। আইএস জঙ্গি সংগঠন মসজিদে এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। এদিকে, রামাদি শহর আইএসের পরবর্তী লক্ষ্য বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, বুধবার পূর্ব বাগদাদের শিয়া মসজিদের সামনে এই আত্মঘাতী হামলা ঘটে। হামলার পরে ঘটনাস্থলেই নিহত হয় ১১ জন। এছাড়া গুরুতর আহত হন কমপক্ষে ২০ জন। ঘটনার বৃত্তান্ত দিয়ে বাগদাদের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র জেনারেল সাদ মান জানান, পূর্ব বাগদাদের শিয়া মসজিদের গেটের সামনে বোমা রাখা ছিল। এদিন দুপুরে যখন শিয়া সম্প্রদায়ভুক্ত জনগণ প্রার্থনা সেরে মসজিদ থেকে বেরোচ্ছিলেন, তখনই বিস্ফোরণটি ঘটানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। তারপর ইন্টারনেটে এই হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন।
উল্লেখ্য, এর আগেও বাগদাদে শিয়া সম্প্রদায়কে নিশানা করে হামলা চালিয়েছিল আইএস। এককথায়, বাগদাদকে জিহাদি সমুদ্র বললেও ভুল হবে না। কেননা গত বছরই আইএস বাগদাদের উত্তর এবং পশ্চিমের অনেকটা অংশ দখল করে নিয়েছিল। পরে উত্তরের অংশ এই জঙ্গি সংগঠনের হাত থেকে উদ্ধার করলেও পশ্চিমের অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন বাগদাদের মসজিদে হামলার পর রামাদি শহরের দিকে আইএসের নিশানা বলে গোয়েন্দা সূত্রের খবর।
১০, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�