বিশ্বের ক্ষুদ্রতম তাপমাত্রা মাপার যন্ত্র!
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কিার করল বিশ্বের সবথেকে ছোট তাপমাত্রা মাপার যন্ত্র। তাপমা মাপার জন্য যন্ত্রটিতে কোন তার বা ক্যাবল নেই। এদিকে, যন্ত্রটি আকারে এতই ছোট যে চোখে মাত্র দেখা যায় বললেই চলে। আবিষ্কৃত যন্ত্রটি রেডিও ওয়েভে কাজ করবে। এছাড়া, ডিভাইসটির থাকবে নিজস্ব নেটওয়ার্ক।
ডিভাইসটির কোনও তরের প্রয়োজন পড়বে না। থাকবে না ব্যাটারিও। এই ডিভাইস ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতের 'স্মার্ট বিল্ডিং'-এর অঙ্গ হয়ে উঠবে এই ডিভাইস। স্মার্ট বিল্ডিং হল এমন একটি বিষয় যাতে মানুষের প্রয়োজন বুঝেই সেন্সরে কাজ করবে সব যন্ত্রপাতি। যেমন ধরা যাক, কেউ ঘরে ঢুকলে তবেই জ্বলবে আলো।
বিজ্ঞানীদের কথায়, নতুন এই যন্ত্রের মত তারবিহীন যন্ত্র থাকলে তবেই স্মার্ট বিল্ডিং গড়ে তোলা সম্ভব। কারণ নাহলে একটা গোটা বিল্ডিং-এর ব্যাটারি প্রতিদিন পালটাতে হবে।
নেদারল্যান্ডের ইউনিভার্সিটিতে এক গবেষক হাও গাও এই যন্ত্র আবিষ্কার করেছেন। এটি ২ বর্গ মিলিমিটার বলে জানিয়েছেন তিনি। এটি একটা শস্যদানার সমান বলেই উল্লেখ করা হয়েছে। এটি খুব কম ইলেক্ট্রিসিটিতে চলবে বলেই দাবি করা হয়েছে।
১০, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�