বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৫:০৩

নাসার রেকর্ড ছাপিয়ে গেল তামিলনাড়ুর বৃষ্টি

নাসার রেকর্ড ছাপিয়ে গেল তামিলনাড়ুর বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক : ডিসেম্বরের পয়লা তারিখ সকাল সাড়ে সাতটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারতের তামিলনাড়ুতে বৃষ্টি হয়েছিল ৩৩০ মিলিমিটার। মার্কিন মহাকাশ গবেষনা সংস্থা নাসার রেকর্ড অনুযায়ী ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত এটাই তমিলনাডুর রাজ্যে সবথেকে বেশি বুষ্টির রেকর্ড বলে জানানো হয়েছে নাসার তরফে। মঙ্গলবার একটি ব্লগে এই রিপোর্ট প্রকাশ করে বিশ্বের বৃহত্তম উপগ্রহ গবেষণা সংস্থা নাসা। উপগ্রহ থেকে পাওয়া ছবির ভিত্তিতে এদিন ভারতের উপর একটি ‘অ্যানিমেটেড ম্যাপ’ প্রকাশ করেছে নাসা। ওইদিন আধ ঘণ্টার বিরতিতে ২৪ ঘণ্টা বৃষ্টিপাত হয় ভারতের তামিলনাড়ু সহ সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি রাজ্যে। একমাস ধরে চলা বৃষ্টিপাতের কারণে মহাপ্লাবনে প্রাণ হারিয়েছেন ২৫০ জনেরও বেশি। দেশের সমস্ত প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বীপের আকার নিয়েছিল মহানগর চেন্নাই। বিমান বন্দরে জল জমার কারণে বিমান চলাচলও বন্ধ হয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের অভাবে মৃত্যু হয় অনেক রোগীর। বন্ধ হয়ে যায় তথ্য প্রযুক্তি শিল্প। বন্যার কারণে প্রকাশিত হয়নি ভারত শতাব্দী সবচেয় প্রাচীনতম সংবাদপত্র দ্যা হিন্দু’। ১০, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে