পায়ে হেটে চলে যেতে পারেন বিশ্বের যে কোনও প্রান্তে
আন্তর্জাতিক ডেস্ক : পকেটে টাকার জোর থাকলে, আজকের দিনে দুনিয়া ঘুরে দেখা এ আর তেমন কী। কিন্তু, কারও যদি খেয়াল হয়, পায়ে হেটে বিশ্বভ্রমণ করবেন? এমন আজব খেয়াল তো হতেই পারে। ভাবনার আর দোষ কী। না হয়, যাত্রা শুরুও হল। কিন্তু, কবে হবে শেষ? আপনি অঙ্ক কষতে থাকুন...।
আমরা বলি কী, ডেনমার্কে যান। একমাত্র সেখান থেকেই আপনি পৌঁছে যেতে পারেন বিশ্বের যে কোনও দেশে, এবং পায়ে হেঁটে। আমেরিকা থেকে ইউরোপ ঘুরে আফ্রিকা হয়ে এশিয়া, যেখানে খুশি যান। পৌঁছে যাবেন চোখের নিমেষে।
হেঁয়ালি মনে হচ্ছে? ভাবছেন তো, পাগল নাকি, পায়ে হেঁটে পৃথিবী ঘুরবে? নাকি গুপিবাঘাকে ভূতের রাজার দেওয়া সেই জুতো জোড়া রয়ে গিয়েছে ডেনমার্কে? পায়ে গলিয়ে তালি ঠুকলেই দেশ-পরদেশ, আমেরিকা, ব্রিটেন, জার্মানি...?
বিশ্বাস না হলে, কষ্ট করে একবার পৌঁছে যান ডেনমার্কের ভার্দেনস্করটেটে। তা হলেই বুঝবেন ডটকম যুগে পৃথিবী কত ছোট হয়ে গিয়েছে। ইচ্ছে হলে, হেঁটে বেড়ান আফ্রিকায়। সেখান থেকে হাঁটাপথেই পেয়ে যাবেন ইউরোপ। চলে যান এশিয়ায়। ভেসে বেড়ান প্রশান্ত মহাসাগরের বুকে। ঘুরে আসতে পারেন উত্তর আমেরিকার গ্রেট লেক থেকেও।
১০, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ