বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৪:৫২

মিষ্টি শিশুকে চুমু খেলেই পুড়ে যায় ঠোঁট

মিষ্টি শিশুকে চুমু খেলেই পুড়ে যায় ঠোঁট

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন রকম আশ্চর্য রোগ রয়েছে। এমন কতগুলি রোগ রয়েছে যাদের সম্পর্কে আমরা জানিই না। এমনই এক বিরল রোগের শিকার ব্রুক ম্যাসন নামের এই দুধের শিশুটি। চার বছরের এই বাচ্চাটিকে এই রোগের কারণে আদর করতে পারেন না তার মা। শিশুটির মায়ের নাম এমা রবিনসন। বয়স ২৩। এর কারণ এমার সন্তান ব্রুক ম্যাসনের রয়েছে ফুসফুসের রোগ। এর নাম সিস্টিক ফাইব্রোসিস। এই রোগের কারণে ব্রুকের ত্বকে প্রচুর নোনতা ভাব রয়েছে। আর এতেই ঠোঁট পুড়ে যায়। এই রোগের জন্য ব্রুককে দিনে ৩০ টি ওষুধ খেতে হয়। এছাড়া ব্রুক ম্যাসনকে এক মসয়ে তাকে ৫১ সপ্তাহ হাসপাতালে রাখতে হয়েছিল। যখন ব্রুক খুব ঘর্মাক্ত হয়ে যায় বা তার শরীর খুব গরম হয়ে যায়, তখন তার মা তার খাবারে নুনের মাত্রা বাড়িয়ে দেন। এর কারণ, ঘামের জন্য ব্রুকের শরীর থেকে নুন বেরিয়ে যায়। শরীরে নুনের মাত্রা যাতে সঠিক থাকে সেজন্যই তার খাবারে নুনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। এই রোগের শিকার হওয়া সত্ত্বেও ব্রুক স্বাভাবিক শিশুদের মতোই স্কুলে যায়। এছাড়াও তার বক্সিং, সুইমিং এবং জিমনাস্টিকও খুব পছন্দ এমা জানিয়েছেন, ব্রুক অন্যান্য শিশুর মতোই। কিন্তু ওকে আদর করে চুমু খেতে গেলেই ঠোঁট নোনা হয়ে যায় এবং জ্বলুনি ধরে। এমনকি ওর মাথা বা কপালে চুমু খেলেও ঠোঁট জ্বলে যায়। ওর শরীরে স্বাভাবিকের তুলনায় ৬০ শতাংশ বেশি নুন রয়েছে। ব্রুকের ফুসফুস ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন রয়েছে। এই রোগ একেবারেই বিরল। এমা জানেন না, তাঁর সন্তান কখনও স্বাভাবিক হয়ে উঠবে কি না। যাই হোক না কেন, ব্রুকের মুখে হাসি কখনও মেলায় না। ১০, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে